শনিবার , ৮ই নভেম্বর, ২০২৫ ইং || ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন আনোয়ার হোসাইন

প্রকাশিত হয়েছে-

 

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ::

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনোয়ার হোসাইন পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

সাপ্তাহিক জনতার নিঃশ্বাসের সাথে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,১৯৭১ সালের এই দিনে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু মাতৃভূমিকে মুক্ত করার ডাক দিয়েছিলেন। তিনি শত্রুসেনাদের বিতাড়িত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার আহ্বান জানান।

এরপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যা, ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে ৯ মাসের মরণপণ লড়াইয়ে ৩০ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। গোটা জাতি আজ  শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের।