হারুনুর রশিদ, স্টাফ রিপোর্টার::
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাওনা পূর্বপাড়া ব্রিজের মোড় থেকে ৯ বোতল মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর ছেলে মামুন (৩২)।
গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৬ টার দিকে নিজ বাড়ী থেকে মদ সহ তাকে গ্রেফতার করে ভূলতা পুলিশ ফাঁড়ির এস আই আকরাম হোসেন পিপিএম ও সঙ্গে থাকা ফোর্স।
এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির এস আই আকরাম হোসেন পিপিএম জানান, আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন অভিযানের পরে গত বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে মাওনা পূর্বপাড়া ব্রিজের মোড় এলাকার তার নিজের বাসা থেকে ৯ বোতল বিদেশী মদ সহ হাতে না হাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
পরে এ বিষয়ে রূপগঞ্জ থানাধীন ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকাল ভোরে ৬ টার দিকে একটি গোপন সংবাদের মাধ্যমে কয়েকদিন চেষ্টার ফলে মাওনা পূর্বপাড়া ব্রীজের মোড় এলাকা থেকে মামলাকার বিশিষ্ট মাদক ব্যবসায়ী মামুন কে নয় বোতল বিদেশী মদ সহ তার নিজের বাসা থেকে হাতে না হাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই মাদক ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় আগের ও একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, আমার ভুলতা পুলিশ ফাঁড়ির এরিয়ায় থাকা এলাকা গুলো মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, সন্ত্রাসমুক্ত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমি নিজে এবং আমার ভুলতা পুলিশ ফাঁড়ির টিম। আসামি সে যেই হোক না কেন আমরা কাউকে ছাড় দেই না তাকে আইনের আওতায় নিয়ে আসি। আমাদের এই মাদক বিরোধী, সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি সহ এইসব বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।