মঙ্গলবার , ৪ঠা নভেম্বর, ২০২৫ ইং || ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোটি বাঙালিকে জাগ্রত করেছে- চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল

প্রকাশিত হয়েছে-

 

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ: ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিসত্তার বিকাশ ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে এবং ঘুমন্ত কোটি বাঙালিকে দখলদার পাকিস্তানিদের বিরুদ্ধে জাগ্রত করেছে বলে জানিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৫নং যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল।

জনতার নিঃশ্বাসের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন মাত্র ১৯ মিনিটের ভাষণে দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক ঘটনা প্রবাহ তুলে ধরেছিলেন। এ ভাষণের মাধ্যমে তিনি নিরীহ ও নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে প্রস্তুত করেছিলেন।

এসময় বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে বর্ণনা করে চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল আরো বলেন: ‘৭ই মার্চের ভাষণ হলো তাঁর অমর কাব্যমালার অনন্য নিদর্শন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা যোগাতে থাকবে। এ কারণেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।’