জনতার নিঃশ্বাস:: সাহসী ও বলিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন হারুন-অর-রশিদ। তিনি গাজীপুর সদর প্রেসক্লাবের একজন সদস্য। একসময় ছিলেন সরকারি কর্মকর্তাও।
গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক,জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন, মেজর আছাদুজ্জামান সহ সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
হারুন-অর-রশিদ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করতে চান। তিনি সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে সমাজের বিভিন্ন অপরাধ জাতির সামনে তুলে ধরে আইন শৃঙ্খলা বাহিনী কে সহযোগীতার মাধ্যমে সমাজে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন।