বৃহস্পতিবার , ১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং || ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

নির্বাচনে বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী- মেম্বার প্রার্থী রবিউল বিশ্বাস

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস::

আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন কৃষক লীগ নেতা রবিউল বিশ্বাস। আর এই নির্বাচনে বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে পাড়া মহল্লায় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি। তার দাবি তার পক্ষে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার।
জনতার নিঃশ্বাসের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জনগণের জন্য কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বিগত দিনেও বিভিন্ন সময়ে দুর্যোগে দুঃসময়ে জনগণের পাশে ছিলেন ভবিষ্যতে মেম্বার নির্বাচিত হলে তিনি গণমানুষের পাশে থাকবেন। সুষম বণ্টনের অভাবে সঠিক ভাবে সরকারি বিভিন্ন সহযোগীতা জনগণ পান না বলে দাবি করে তিনি মেম্বার নির্বাচিত হলে পুরো ওয়ার্ডকে ২০ ভাগে ভাগ করে ২০ টি কমিটির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে সরকারি সেবা জনগণের দৌঢ় গোড়ায় পৌঁছে দেয়ারও অঙ্গীকার করেন তিনি।
এছাড়াও তিনি নির্বাচনী ইশতেহার করে লিফলেট করেছেন। যেখানে তিনি বলেছেন ওয়ার্ডের অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সামাজিক তদারকির আওতায় এনে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন,পাবলিক কবরস্থান নির্মান, চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা,সাধ্যানুযায়ী গরীব দুঃস্থ অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত,কৃষকদের সাধ্যানুযায়ী বিনামূল্যে সার,বীজ কীটনাশক বিতরণ, শ্রমিকদের সিজনাল ভাতা ও পাড়া মহল্লায় মাদক বিরোধী কমিটি করার পরিকল্পনা জানান তিনি।
চলতি বছরের ১৬ মার্চ ওয়ার্ডটিতে ভোট গ্রহণ।