শনিবার , ২০শে ডিসেম্বর, ২০২৫ ইং || ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৯শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

ময়মনসিংহে বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত  

প্রকাশিত হয়েছে-

 

নিরব হাসান, স্টাফ রিপোর্টার -জনতার নিঃশ্বাস::

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ১২নং ভাবখালী ইউনিয়নের বিএনপি,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা ও মিথ্যা মামলাসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে।

বুধবার(১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় চূরখাই চার রাস্তার মোড়ে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মো. শুক্কুর মাহবুব ববিসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত থেকে ১২ নং বাবুখালী ইউনিয়নের বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ বলেন, তৈল গ্যাস ও বিদুৎ এর দাম নাগালে না আসলে জনগন আরও কঠিন অবস্থার সম্মুখীন হবে।