খালেদা জিয়ার চিকিৎসা বাসাতেই হবে: ফখরুল


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আপাতত কোনো হাসপাতালে নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা হবে তার বাসাতেই। চিকিৎসা করবেন ব্যক্তিগত চিকিৎসকরাই।’
বুধবার (২৫ মার্চ) বিকালে খালেদা জিয়ার কারামুক্তির তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।
খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর সাংবাদিকদের কোনো রাজনৈতিক বিষয়ে প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত ব্রিফিং শেষ করেন মির্জা ফখরুল।
প্রসঙ্গত, মঙ্গলবার সরকার তার মুক্তির সিদ্ধান্তের কথা জানানোর পর দফায় দফায় বৈঠক হয় বিএনপির সিনিয়র নেতাদের। তারা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহামানের সঙ্গেও স্কাইপে কথা বলেন। বিকেল ৫ টা ২০ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন।
Related News

৬ জানুয়ারি থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপি’র
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::৬ জানুয়ারি (শনিবার) ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি (সোমবার) ভোর ৬টা পর্যন্ত ৪৮Read More
নগরবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ম.সি.ক. মেয়র টিটুর
জনতার নিঃশ্বাস : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, বলেন ‘আসসালামু আলাইকুম, প্রিয় নগরবাসী। বিজয় দিবসRead More