তিনদিনে অ্যান্ডি ফ্লাওয়ারের দুই চাকরি

ইংল্যান্ডকে হোম ও অ্যাওয়ে অ্যাশেজ সিরিজ জেতানো কোচ অ্যান্ডি ফ্লাওয়ার তিনদিনে দুটি চাকরি পেয়ে গেলেন। গত শনিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ হন, দুইদিন পর গতকাল সোমবার সিপিএল ক্লাব সেন্ট লুসিয়া জুকসের প্রধান কোচ হওয়ার খবর পেলেন সাবেক জিম্বাবুয়ান ক্রিকেটার।
ফ্লাওয়ারের জন্য দুটি চাকরি পাওয়া সহজ হয়েছে কারণ দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা একই কোম্পানির। গত মাসে জুকস তার মালিকানা বিক্রি করেছে পাঞ্জাবের মালিক কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের কাছে। অনিল কুম্বলের সহকারী হিসেবে আইপিএল ক্লাবটির দায়িত্ব পালন করবেন ফ্লাওয়ার।
২০১৬ সালে শেষবার সিপিএল নকআউটে খেলা সেন্ট লুসিয়ার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের সাবেক কোচ, ‘এই দলটির কোচ হতে পেরে আমি রোমাঞ্চিত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ভক্ত আমি। সেন্ট লুসিয়ার ভক্তদের উচ্ছ্বাসে ভাসাতে পারলে ভালো লাগবে।’
ইংল্যান্ডের ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ ফ্লাওয়ার। পরের বছর তার অধীনেই টেস্টের শীর্ষ র্যাঙ্কিংধারী হয়েছিল তারা। তাকে নিয়োগ দিতে পেরে আনন্দিত পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীষ মেনন, ‘অ্যান্ডি ফ্লাওয়ারের মতো বিখ্যাত একজনকে পেয়ে আমি খুশি। আমরা নিশ্চিত সামনের মৌসুমটা দারুণ কাটবে।’
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন ফ্লাওয়ার। এরপর ইসিবির এলিট ক্রিকেটের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। গত বছর ওখান থেকে পদত্যাগ করেন। কোচ হন মারাঠা অ্যারাবিয়ান্সের, জেতান টি-টেন লিগ
Related News
‘সেল্ফ কোয়ারেন্টাইনে’ এক মাস, কেমন আছেন ক্রিকেটাররা?
ডেস্ক রিপোর্ট: সারাবিশ্ব বিভেদ ভুলে গাইছে ঐক্যের জয়গান। তবুও পারছে না কুলিয়ে উঠতে। করোনাভাইরাসে প্রতিদিনRead More
মিরপুর স্টেডিয়ামে অস্থায়ী হাসপাতাল করতে আপত্তি নেই বিসিবির
ক্রীড়া প্রতিবেদক | করোনা আক্রান্তদের পর্যাপ্ত সহায়তা দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ। এজন্য নির্ধারিত হাসপাতালেরRead More