কুয়েত প্রেসক্লাবের সভাপতির কুয়েত প্রত্যার্বতন সহকর্মীদের সাথে কুশল মতবিনিময়

মো.বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নব নির্বাচিত সভাপতি মঈন উদ্দিন সুমন স্বল্প কালীন ছুটি শেষে কর্মস্হল কুয়েতে ফিরে আসলে সহকর্মী ও ক্লাব সদস্যদের মাঝে আনন্দ সুবাতাস বইছে সকলে তার সাথে কুশল বিনিময় সহ দেশের বিভিন্ন দিক নিয়ে আলাপচারিতায় মেতে উঠেন। রাতে ক্লাবের অস্হায়ী অফিসে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সংগঠনের, সহ-সভাপতি শরীফ মিজান, মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক, আ হ. জুুবেদ, প্রচার সম্পাদক মোঃ আলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কার ছিদ্দিক পাভেল।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের, সভাপতি, মঈন উদ্দিন সরকার সুমন, সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য , দিক নির্দেশনা দেন, প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দকে ঐকবদ্ধ ভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
Related News

জনতার নিঃশ্বাস পত্রিকার ত্রিশাল প্রতিনিধি হলেন সাহসী সাংবাদিক হানিফ আকন্দ
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: ৩০ বছরের গৌরব ও সাফল্যের পত্রিকা জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ময়মনসিংহেরRead More
আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবেনা:ডিসিদের নজর রাখার নির্দেশ
জনতার নিঃশ্বাস ॥ আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না বলেRead More