সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ২রা মার্চের আধাবেলা কলম বিরতি পালন করুন-গাজীপুর সদর প্রেসক্লাব


জনতার নিঃশ্বাস: দেশব্যাপী অব্যাহত সাংবাদিক নির্যাতন,হত্যা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ)ডাকা আধাবেলা কলম বিরতির সাথে একাত্মতা প্রকাশ করেছে গাজীপুর সদর প্রেসক্লাব।
কলম বিরতিটি পালন করা হবে আগামীকাল মঙ্গলবার (২রা মার্চ) সকাল আট’টা থেকে দুপুর দুই’টা পর্যন্ত।
এসময় সকল সংবাদ কর্মীদের সংবাদ সংগ্রহ,প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় গাজীপুর সদর প্রেসক্লাবের পক্ষ থেকে।
আজ সোমবার (পহেলা মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে বলেন,দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন,নিপীড়ন ও মিথ্যা মামলার পরিমাণ এতোই বেড়ে চলেছে যা গণমাধ্যমে কর্মরত সম্মানীত সাংবাদিকবৃন্দের সহ্যের সীমা অতিক্রম করেছে। মূলত বিচারহীনতার সংস্কৃতিই সাংবাদিক নির্যাতন ও হত্যা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে। সন্ত্রাসীদের হাত যতো বড়ই হোক না কেন সাংবাদিকবৃন্দের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে বলেও জানান সংগঠনটির দায়িত্বশীলরা।
হত্যা, নির্যাতনের সুষ্ঠু বিচার, দেশে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চয়তার জন্য সকল সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামীকালকের কলম বিরতি পালনের অনুরোধ জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
Related News

জনতার নিঃশ্বাস পত্রিকার ত্রিশাল প্রতিনিধি হলেন সাহসী সাংবাদিক হানিফ আকন্দ
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: ৩০ বছরের গৌরব ও সাফল্যের পত্রিকা জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ময়মনসিংহেরRead More
আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবেনা:ডিসিদের নজর রাখার নির্দেশ
জনতার নিঃশ্বাস ॥ আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না বলেRead More