শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ ইং || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরী

রফিকুন নাহার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজারে অবস্থিত রফিকুন নাহার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ জানুয়ারি) সকাল ১০ টা থেকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও রফিকুন নাহার প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আঃ রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল হক। এছাড়াও এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা কর্মচারি,শিক্ষার্থী,মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য,অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রফিকুন নাহার প্রি-ক্যাডেট স্কুল ত্রিশাল উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শুধু পুঁথিগত শিক্ষাই নয় নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমও সমান ভাবে পরিচালিত হওয়ায় অভিভাবকদের পছন্দের শীর্ষে রয়েছে রফিকুন নাহার প্রি-ক্যাডেট স্কুল।