হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৭ ডিসেম্বর) ত্রিশাল উপজেলার রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও মতবিনিময় সভাটির আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ এবং সহযোগীতায় ছিলেন উপজেলা প্রশাসন ত্রিশাল। এসময় ইউএনও আরাফাত সিদ্দিকী ছাড়াও সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সভায় বক্তারা ত্রিশালের সার্বিক উন্নয়ন এবং জনসেবা আরও সহজলভ্য করতে ইউএনওর সহযোগিতা কামনা করেন। নবাগত ইউএনও আরাফাত সিদ্দিকী দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করে বলেন, প্রশাসনের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সর্বদা আন্তরিক থাকবেন।
বুধবার , ১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং || ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
ত্রিশালের নবাগত ইউএনওর সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে-