মঙ্গলবার , ১৬ই ডিসেম্বর, ২০২৫ ইং || ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

ভাওয়াল টাইগার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে বিএনপি নেতা রিজভীর ফুলের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত হয়েছে-

ফরহাদ মোল্লা,গাজীপুর:: গাজীপুর সদরের ভাওয়াল টাইগার্স ক্লাবের নব নির্বাচিত কমিটির সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। শুক্রবার(৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভবানীপুরে বিএনপির আঞ্চলিক অফিসে এই ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খাঁন,সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক,সাধারণ সম্পাদক আব্দুল হালিম,সহ-সাধারণ সম্পাদক এবাইদুল্লাহ্ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক,নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী কামরুল হাসান কাইয়ূম, ক্রীড়া সম্পাদক সবুজ, সহ-ক্রীড়া সম্পাদক ফোরকান মোল্লা,পরিবার পরিকল্পনা সম্পাদক তাজেল,ক্লাবের সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা,ক্লাবের সিনিয়র সদস্য ফরহাদ মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের মালা ও মিষ্টি মুখ করান বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দ্যেশ্যে বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী মাদকের বিরুদ্ধে সজাগ থাকার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার কথা বলেন। এছাড়াও ক্লাবের উন্নয়নে সকল ধরণের সহযোগীতার কথাও বলেন তিনি।