মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তঃবিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল (ছাত্র ও ছাত্রী) অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের টানটান উত্তেজনাকর ফাইনালে হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগ (এইচ আর এম) টাইব্রেকারে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ছাত্রীদের ক্যাটাগরিতে টাইব্রেকারে সামাজিক বিজ্ঞান অনুষদকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কলা অনুষদ। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ড.মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিব-উল-মাওলা, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. আশরাফুল আলম প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে ফাইনাল অনুষদ ও বিভাগের খেলার শুরুতে শিক্ষার্থীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশর অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, বিদ্রোহী হলের প্রাধ্যক্ষ ড. সাইফুল ইসলাম, শিউলীমালা হলের প্রাধ্যক্ষ ড. হাবিবা সুলতানা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ সুজন আলী, এইচআরএম বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিনসহ আরও অনেকে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্ত: বিভাগ (ছাত্র) এবং আন্ত: অনুষদ (ছাত্রী) মিনিবার ফুটবল প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগের ২৫ টি দল (ছাত্র) এবং ৬টি অনুষদের ৬টি দল (ছাত্রী) অংশগ্রহণ করে।