মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুর সদরে বিশেষ দোয়া

প্রকাশিত হয়েছে-

ফরহাদ মোল্লা,গাজীপুর থেকে:: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে গাজীপুরের ভবানীপুরে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার(৩০ নভেম্বর) গাজীপুর সদরের ভবানীপুর হাজী আব্দুল বারেক এমদাদুল উলুম সিদ্দিকীয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের নিয়ে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভীর সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা জাসাস এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন -গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নূরুল আমিন মাস্টার, বিএনপির নেতা সেলিম ভূইয়া, আবু তাহের আকন্দ,গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপি নেতা বিএনপি নেতা আবু সাইম মোল্লা, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কামরুজ্জামান, ইউনুস শিকদার, আলামিন আকন্দসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তবে দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া তাঁর সুস্থতার পথে অনুপ্রেরণা জোগাবে।এসময় ভবানীপুর এলাকার শতশত বিএনপির সমর্থিত নেতাকর্মীরা আলোচনা ও দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করে দোয়া পরিচালনা করেন ভবানীপুর ভৌড়াঘাটা বাইতুল নূর জামে মসজিদের খতিবমওলানা মুফতী আব্দুল আজিজ সিরাজী।