সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন সংগ্রামের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩০ নভেম্বর) বিকেল তিনটায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মাহফিলে রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের বিপুল সংখ্যক প্রতিনিধির উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে গভীর বিষাদের হলেও আশাবাদেরও। মাহফিলে দোয়া পরিচালনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, শক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ মুনাজাত করেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদানের কথা স্মরণ করেন। দোয়ার আগে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাব তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক নেতা দেলোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক নেতা মাজহারুল ইসলাম মাসুম, সদস্য ফারদিন ফেরদৌস, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, ড্যাব গাজীপুরের সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু ও সাংবাদিক আমিনুল ইসলাম। বক্তারা বলেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক দৃঢ়তম নাম। আজ তার অসুস্থতা আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা তার সুস্থতার জন্য দেশবাসীকেও দোয়া করার আহ্বান জানাই।” এ সময় আরও উপস্থিত ছিলেন— সাংবাদিক শরিফ আহমেদ শামীম, আবিদ হোসেন বুলবুল, আবুল হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ, বায়েজিদ হোসেন, মাজহারুল ইসলাম কাঞ্চন, জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান,নাশিদ আহমেদ তুষার ও কোনাবাড়ী থানা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর মনিরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অসংখ্য সাংবাদিক।