রবিবার , ২রা নভেম্বর, ২০২৫ ইং || ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভালুকা উপজেলার আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব মকবুল

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক-ময়মনসিংহ :: বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভালুকা উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান(কাইয়ুম) বিএসসি ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. মকবুল হোসেন। শুক্রবার(৩১ অক্টোবর) ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই আহ্বায়ক কমিটি গঠন করেন। অনুষ্ঠানে মাহমুদপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনায় করেন মো. শামছুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জাতীয়করণ প্রত্যাশী জোট এর যুগ্ম সদস্য সচিব জনাব মো. তোফায়েল সরকার। এসময় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সর্বদা রাজপথে থাকার ঘোষণা দেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভালুকা উপজেলার নব নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।