জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে মহিলা সমাবেশ করেছে তেলিহাটি ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার(২৮ অক্টোবর) শ্রীপুরের রঙ্গিলা বাজার এলাকায় এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টার। শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামিল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম পায়েল, সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক লিটন বেপারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় আক্তারুল আলম মাস্টার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জানিয়ে তিনি বলেন, নিজের ভোট, দেখে শুনে যোগ্য প্রার্থীকে দেয়ার সময় এসেছে। গাজীপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মঙ্গলবার , ১৬ই ডিসেম্বর, ২০২৫ ইং || ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
৩১ দফার বার্তা পৌঁছে দিতে শ্রীপুরে বিএনপির মহিলা সমাবেশ
প্রকাশিত হয়েছে-