শনিবার , ১লা নভেম্বর, ২০২৫ ইং || ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী

গাজীপুরে বিজ এর উদ্দ্যোগে তারুণ্যের উৎসব উৎযাপিত

প্রকাশিত হয়েছে-
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)এর উদ্দ্যোগে তারুণ্যের উৎসব উৎযাপিত হয়েছে। এসময়  পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির উপকার ভোগীদের মধ্যে ফলজ বৃক্ষের চারা ও শীতকালীন শাক সবজির বীজ বিতরণ করা হয়। সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর শাখার আওতাধীন উপকারভোগীদের মধ্যে তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে এই ফলজ বৃক্ষের চারা ও শীতকালীন শাক সবজির চারা বিতরণ করা হয়। এসময় ২০০  উপকার ভোগীদের মধ্যে আম ও আমড়ার চারা ও দুই শতাধিক উপকারভোগীদের মাঝে লাউ,লাল শাক সহ শীতকালীন শাক সবজির বীজ  বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার(কৃষি) মো. মোশারেফ হোসেন ও   সাব জোনাল ম্যানেজার বাদল চন্দ্র সিংহ। ফলজ চারা ও শীতকালীন শাক সবজির বীজ বিতরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাজীপুর জোন অফিসের জোনাল ম্যানেজার  প্রদীপ চন্দ্র দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ এর শাখা ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম,বিজ এর সিএইচও  রিনা আক্তার,বিজ এর পিএসও(কৃষি) মো. রাসেল মিয়া ও বিজ এর একাউন্টস অফিসার সাদিয়া সুলতানা প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফলজ বৃক্ষ রোপণ ও তার পরিচর্যা বিষয়ে বিস্তারিত জানিয়ে বাড়ির আশে পাশে পতিত জমিতে বেশি করে বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে পুষ্টি চাহিদা পূরণে বসত ভিটায় ফলজ গাছ রোপণের উপর গুরুত্ব উপকার ভোগীদের মধ্যে তুলে ধরেন।