আরিফুল ইসলাম, ব্যুরো চীফ (ময়মনসিংহ):: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় রসুলপুর ইউনিয়নের ছয়ানী আমছর আলীর মোড়ে গফরগাঁও থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল সভার মূল উদ্দেশ্য। সভায় সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার মোল্লা। প্রধান অতিথি ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া। এসময় উপস্থিত ছিলেন এসআই বিপ্লব, গফরগাঁও উপজেলা বিএনপি নেতা সুর্যত আলী ডাক্তার, উপজেলা বিএনপি নেতা বেলায়াত, ইউনিয়নের সাবেক ছাত্র নেতা মামুন মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নতুন বিট পুলিশিং কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে, ৭নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর কবির বাবুল মাস্টার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ খান। ৮নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন উপজেলা বিএনপি নেতা আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক আবু সাইদ। ৯নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন ডা. মো. শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক যুবদল নেতা জহিরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. বাচ্চু মিয়া বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে গফরগাঁও থানা পুলিশ সর্বদা প্রস্তুত। যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ। তিনি আরও বলেন, শুধুমাত্র পুলিশের পক্ষে সব অপরাধ দমন সম্ভব নয়, তাই জনগণকেও বিট পুলিশিংয়ের মাধ্যমে সহযোগিতা করতে হবে।
শনিবার , ২৫শে অক্টোবর, ২০২৫ ইং || ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
গফরগাঁওয়ে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে-