রীনা আক্তার, গাজীপুর:: গাজীপুরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তায় দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে গর্ত করে রাখা হলেও ড্রেন নির্মানে অবহেলা করা হচ্ছে অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ। রোববার(৫ অক্টোবর) সকাল ১১ টায় চৌরাস্তায় এই মানববন্ধের আয়োজন করেন তারা। মানববন্ধনে মফিজ লাইব্রেরীর সত্ত্বাধিকারী হাজ্বী মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাজু মোল্লা, আজমল,ফিরোজ,আলী আকবর, নজরুল,মোফাজ্জল,সফিকুল ইসলাম,আশরাফুল আলম সহ শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় জনগণ।মানববন্ধনে বক্তারা বলেন,ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ড্রেন গত ৩০ মে ভেকু দিয়ে বড় বড় গর্ত করলেও এখনো তা মেরামত করা হয়নি। বক্তারা অভিযোগ করে বলেন,এসব বড় বড় গর্তে পড়ে গিয়ে অনেক পথচারী ব্যথা পেয়ে পঙ্গুও হয়ে গেছেন। তারা দ্রুত ড্রেন মেরামতের দাবি জানান। এজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় আল্টিমেটাম হিসেবে বেধেও দেন। এর আগে গত মাসের ৩০ তারিখে কয়েকজন ব্যবসায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে একটি লিখিত আবেদনও করেন। যেখানে তারা বলেন, আমরা নিম্ন স্বাক্ষর কারী, জয়বেদপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডের পশ্চিম পাশের ব্যবসায়ী বৃন্দ। ঢাকা-ময়মনসিংহ রোডের ড্রেন আনুমানিক গত ৩০শে মে ২০২৫ ইং তারিখ সিটি কর্পোরেশনের নির্দেশে তাদের ভেকু দিয়ে প্রায় ১০০০ ফিট রাস্তা খনন করে পরিত্যক্ত অবস্থায় দির্ঘদি যাবত রেখে দিয়েছে। কোথাও কোথাও ৫/৬ ফিট গভীর খনন করা হয়েছে, যার দরুন রাস্তায় সাধারন মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছে। বিগত দিনে অনেক পথচারির হাত/পা ভেঙ্গে আহত হয়েছে। চৌরাস্তার ব্যবসায়ী গন, আর্থিক ক্ষতির শিকারও হয়েছে। এমতাবস্থায় তারা গাজীপুর চৌরাস্তার মহাসড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত করে জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য একান্ত নিবেদন জানান।
শনিবার , ২৫শে অক্টোবর, ২০২৫ ইং || ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
চান্দনা চৌরাস্তায় ড্রেন নির্মাণে অবহেলার প্রতিবাদে মানববন্ধন,১৫ দিনের আল্টিমেটাম
প্রকাশিত হয়েছে-