আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: দুয়ারে কড়া নাড়ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের নির্বাচনি এলাকা।রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে উপজেলার প্রতিটি অলিতে-গলিতে। তবে দীর্ঘদিন পরে ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় আনন্দ বিরাজ করছে তরুণ যুবকসহ সব বয়সী মানুষের মাঝে। এবারের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে মনে করছেন নতুন পুরাতন ভোটাররা। এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর মনোনীত এমপি প্রার্থী বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী। নেতা নয়,নীতি চাই পীর সাহেব চরমোনাই স্লোগানকে সামনে রেখে তিনি যাচ্ছেন উপজেলার মানুষের দ্বারে দ্বারে। সন্ত্রাস,দূর্নীতি মাদক মুক্ত বাসযোগ্য জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি। তিনি গফরগাঁওবাসীকে সুখে দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। এ ছাড়া ঈদ,বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ও সমাজ সেবা মূলক কাজে বেশ আগ্রহ করে সহায়তা করে যাচ্ছেন। দুর্দিনে জনগনের পাশে থাকায় তিনি এক জন জনপ্রিয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচিত মুখ বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী। এক প্রশ্নের উত্তরে বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, আমি আশা করি আমার কর্মকান্ড ও সমাজ সেবা মূলক কাজের উপর ভিত্তি করে ময়মনসিংহ-১০ গফরগাঁওবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ। তবে তারুন্যের প্রথম ভোট হাতপাখার পক্ষে হোক তিনি এই প্রত্যাশা করেন। এলাকাবাসীদের সাথে আলাপ করলে তারা জানান,একজন ধর্মীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ,পরোপকারী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ময়মনসিংহ-১০ গফরগাঁওবাসীর উজ্জল নক্ষত্র ইসলাম প্রতিষ্ঠার সৈনিক সবার প্রিয় মূখ অসহায় নিপীড়িত মানুষের বন্ধু বিশিষ্টি সমাজ সেবক বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী ইতি মধ্যেই ময়মনসিংহ-১০ গফরগাঁওবাসীর সেবা করে জনগনের মন জয় করে নিয়েছেন। তিনি সব সময় মানুষের সুখে দুঃখে খোঁজ খবর রাখেন। তার মতো একজন নেতাকে আমাদের এমপি হিসেবে দেখতে চাই এবং আমরা তাকেই ভোট দিব। সংসদ সদস্য প্রার্থী বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, মহান সৃষ্টি কর্তা আমাকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ । রাজনীতি করে এমপি হয়ে বিত্তবান হওয়ার কোন ইচ্ছেই আমার নেই। আমি চাই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে এবং মানুষের জন্য কাজ করতে-মানুষের পাশে থাকতে। জন সেবায় নিজকে বিলিয়ে দেয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য। বৈষম্যহীন,ন্যায়, ইনসাফ পূর্ন মানবিক ও সম্প্রীতির দেশ গড়াই হচ্ছে তার অঙ্গিকার। তিনি সকলের দোয়া প্রার্থী।
সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
ভোটারদের মন কাড়ছেন এমপি প্রার্থী বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী
প্রকাশিত হয়েছে-