সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

জয়দেবপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরের জয়দেবপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল ৪ টায় জয়দেবপুর থানার আয়োজনে থানার হল রুমে এই ওপেন হাউজ ডে টি অনুষ্ঠিত হয়।জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহম্মেদের সভাপতিত্বে ওপেন হাউজ ডে টি সঞ্চালনা করেন ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রব। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আবু বকর সিদ্দিক,গাজীপুর সদর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম,  নায়েবে আমির অধ্যাপক আব্দুল বারী,সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান মন্ডল,ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও কর্মপরিষদ সদস্য সিদ্দিকুর রহমান আকন্দ,মাইটিভি সাংবাদিক মাহবুবুল আলম,সাংবাদিক ওবাইদুল ইসলাম,সাংবাদিক আলমগীর, সাংবাদিক জাহাঙ্গীর সনজু,সাংবাদিক আবু তারেক আকন্দ পলাশ,মাহবুব হোসেন,রাসেল শেখ,আল আমিন রতন,রোকনুজ্জামান খাঁন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় বক্তব্যে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক বলেন,চোরাই তেলের দোকান গত ৬ মাসে দ্বিগুণ হয়েছে এগুলোকে বন্ধ করতে হবে,মাদক নির্মূল ও কমিনিউটি পুলিশিং জোরদার করার কথাও বলেন। এছাড়াও উপস্থিত বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে আলোচনা করে পুলিশের আরো কার্যকর ভূমিকা রাখার দাবি তোলেন।জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহম্মেদ অবৈধ তেলের দোকান সম্পর্কে বলেন,ইউএনও স্যার আমাদের সময় দিলেই আমরা অভিযান পরিচালনা করে সব বন্ধ করে দিতে পারবো। এছাড়াও সকলের বক্তব্য শোনে তা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জনবল সংকটের কথাও বলেন তিনি।