স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর এলাকার সৌদি প্রবাসী সাব্বির মিয়া নামে এক প্রবাসীর সাথে প্রেমের নামে প্রতারণা করে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রিতা আক্তার নামে এক তরুণীর বিরুদ্ধে। এবিষয়ে শনিবার সাব্বির মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার ঝালবাজার গ্রামের রিতা আক্তার, তার বাবা সিরাজুল ইসলাম এবং রিতার মা নার্গিস আক্তার।
অভিযোগে সাব্বির মিয়া বলেন,আমি সৌদি আররে অবস্থান কালে বিগত সাড়ে ৩ বছর পূর্বে বিবাদী রিতা আক্তারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে রিতার সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। সেসময় রিতার পরিবারের লোকজন আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক জানা জানি হয়। আমি বিদেশ অবস্থান কালে রিতা সহ তার পিতা-মাতা তাদের পারিবারিক, ব্যক্তিগত সমস্যার কথা বলে আমার কাছ থেকে নগদ টাকা চাইলে আমি বিভিন্ন তারিখ ও সময়ে রিতার নামে বিকাশে, ব্যাংক হিসাব নাম্বারে প্রায় ৫০০০০০/=টাকা প্রেরন করি। এমতাবস্থায় কয়েক দিন আগে পূর্বে আমি সৌদি আরব থেকো দেশে চলে আসি। আমি রিতার সাথে মোবাইলে কথাবার্তা বলার পর রিতা আমাকে তার সাথে দেখা করতে বলে। এমতাবস্থায় গত, ১০/০৮/২০২৫ইং তারিখ দুপুর ১২.০০ টার সময় রিতার কথামত সরল বিশ্বাসে গফরগাঁও থানাধীন শিবগঞ্জ বাজারের পাশে মুখি টু শিবগঞ্জ ফাঁকা রাস্তার পাশে দেখা করতে গেলে রিতা তার পিতা-মাতা ও অজ্ঞাত নামা কয়েকজনের সাথে মোবাইলে যোগাযোগ করে সকলের পরামর্শে আমাকে অজ্ঞাত বাড়িতে নিয়া আটক করিয়া মারপিট ও খুন জখমের ভয়ভীতি দেখাইয়া আমার কাছ থেকে লিখিত ষ্ট্যাম্পে সই/স্বাক্ষর রেখে ছেড়ে দেয়। রিতা আমাকে ছেড়ে দেওয়ার সময় হুমকি দেয়, এই ঘটনার বিষয়ে কোন প্রকার মামলা মোকদ্দমা করলে আমাকে খুন করে লাশগুম করে রাখবে। রিতা ও তার পিতা-মাতা আমার সরলতার সুযোগ নিয়া বিশ্বাস জন্মাইয়া প্রত্যারনা মূলক ভাবে মোট ৫০০০০০/=টাকা আত্বসাৎ করেছে। এখন রিতা তার পিতা-মাতার পরামর্শে হুমকি দিচ্ছে এই ঘটনার বিষয়ে কোন মামলা মোকদ্দমা করলে আমার নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করবে। সাব্বির মিয়া আরো বলেন, আমার কাছ থেকে যে টাকা প্রতারণা করে নিয়েছে তা ফেরত এবং আমার সাথে ঘটা ঘটনার বিচার আমি চাই। এই বিষয়ে অভিযুক্ত রিতার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে মুঠোফোনে অভিযুক্ত রিতার বাবা সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন।
সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
প্রেমের নামে প্রতারণা করে প্রবাসী যুবকের ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে!
প্রকাশিত হয়েছে-