আরিফুল ইসলাম, ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিমানের টিকিট বিক্রির প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস। গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকায় মো. শাহরিয়ার জনির গড়ে তোলা প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস টি এখন বিদেশগামী মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এখানে দেয়া সেবা গুলো হলো,যেকোন দেশের যেকোন এয়ারলাইন্সে,বিমান টিকেট বুকিং,অভ্যন্তরিন ও আন্তর্জাতিক যে কোন এয়ারলাইন্সের টিকিটের তারিখ পরিবর্তন,ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স,বিমান টিকেট ওকে,ফিরতি টিকেট ওকে ভিসা চেক। এছাড়াও যেকোনো দেশের টিকেট চেক করা এবং ভিসা চেক করা একদম ফ্রিতেই করা হয় এখানে। ফোনের মাধ্যমেও সেবা নিতে পারবেন সকলেই। ফোন নাম্বার গুলো হলো 01717333388,01712734954, গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকায় গড়ে উঠা জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস প্রতিষ্ঠানের কর্ণধার মো. শাহরিয়ার জনি বলেন, ব্যবসা নয় বরং এলাকার মানুষ জনকে সেবা প্রদানের উদ্দ্যেশ্যে গড়ে তুলেছি এই প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানুষের সেবা প্রদান করে যাচ্ছি। দিন দিন প্রতিষ্ঠানটি সকলের নিকট নির্ভরযোগ্য হয়ে উঠেছে। প্রতিষ্ঠান পরিচালনায় তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা চেয়েছেন।
সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
গফরগাঁওয়ে ন্যায্য দামে বিমানের টিকিট প্রাপ্তির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস
প্রকাশিত হয়েছে-