নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৭ জুলাই) সকাল ১১ টায় গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালায় অবস্থিত আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী।অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ এবং ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি হারুন অর রশিদ, আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. সারফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মনির এবং ইউনুস আলী সহ অভিভাবকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। পরে আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী তার আলোচনায় বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী মানেই জীবনের জন্য একটি অগ্নি পরীক্ষা,এই পরীক্ষায় যে কোনো মূল্যে উত্তীর্ণ হতে হবে।বিষয়টি মাথায় রেখে সকল অভিভাবকগণ আরো সচেতন হবেন,সন্ধ্যার পর বাচ্চারা পড়ার টেবিলের প্রতি কতোটুকু আগ্রহী সেটিও আপনাদের নজরদারিতে রাখতে হবে। বিশেষ করে মোবাইল ব্যবহারে সচেষ্ট হবেন এবং শিক্ষার্থীরা যথারীতি স্কুলে যাচ্ছে কিনা খবরাখবর নিবেন।মনে রাখবেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই তিনটি মাধ্যমের সংযুক্তি না থাকলে আপনারা শিক্ষার্থীর পড়াশোনার মান উন্নয়ন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে পারবেন না। এসময় অনুষ্ঠানে অভিভাবক ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা মো. আশরাফুল সরকার ছাড়াও স্থানীয় গণমান্য ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে-