মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

মা ও দুই সন্তানকে হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

মোস্তাফিজুর রহমান(কাইয়ূম), ভালুকা প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার বিকালে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছ থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান।সোমবার ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৫), তাদের মেয়ে রাইসা আক্তার (৭) ও ছেলে নীরব হোসেনের (২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও সেই বাসায় থাকতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে নজরুল ইসলামকে প্রধান আসামি করে ভালুকা মডেল থানায় হত্যা মামলা করেন নিহত ময়না আক্তারের বড় ভাই জহিরুল ইসলাম। মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ার ছেলে। আর ময়না ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পায়লাবর চৌরাস্তা গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে। রফিকুল ইসলাম ভালুকার রাসেল স্পিনিং মিলে শ্রমিকের চাকরি করেন। ঘটনার রাতে রফিকুল ইসলাম ডিউটিতে গিয়ে সোমবার সকালে এসে ঘরের দরজায় তালাবদ্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রী-সন্তানদের গলাকাটা মরদেহ দেখতে পান। রফিকুল জানিয়েছিলেন, নজরুল একটি হত্যা মামলার আসামি। তিনি দুই বছর জেলে ছিলেন। তাকে আড়াই মাস আগে ৪০ হাজার টাকা দেনা করে জামিনে ছাড়িয়ে এনেছিলেন। তারপর থেকে ভাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতেন। ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “প্রধান আসামি নজরুল ইসলামকে ভালুকায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল রহস্য জানা যাবে।”