শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কাজী খাঁনের স্মরণ সভা অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি,বিএনপির নিবেদীত প্রাণ প্রয়াত নেতা মরহুম অ্যাডভোকেট কাজী খাঁনের স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেল ৩টায় শ্রীপুর উপজেলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় মরহুম কাজী খাঁন এর অফিসে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির সরকারের সভাপত্বিতে ও পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম ব্যাপারীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তাছাড়াও উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব মো. খাইরুল কবির মন্ডল আজাদ,পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন ব্যাপারী,যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা,আফাজ উদ্দিন মোল্লা, মো. বিল্লাল হোসেন,আমগীর হোসেন, সাবেক ছাত্র নেতা আরাফাত ব্যাপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, যুবদল নেতা মো. আশরাফুল সরকার,ছাত্র নেতা মজিবউদ্দিন সগির সহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ বাচ্চু প্রয়াত পৌর বিএনপি নেতা কাজী খাঁন ও বিএনপির প্রয়াত নেতা শহিদুল্লাহ শহীদ,জাসাস নেতা সোহেল মন্ডল,ছাত্র নেতা রাজিব মন্ডল ও যুবদল নেতা মিলন সহ সকল প্রয়াত নেতাদের বিদেহি আত্নার মাগফেরাত কামনা করেন।অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন ব্যাপারী প্রয়াত পৌর বিএনপি নেতা কাজী খানের বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন ও তার আত্নার মাগফেরাত কামনা করেন। তাছাড়া মরহুম কাজী খানের ব্যবহৃত অফিসটি বিএনপির সাংগঠনিক কাজের জন্য উন্মুক্ত ঘোষনা করেন।আলোচনা সভা শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। প্রসঙ্গত: মরহুম কাজী খাঁন ছিলেন বিএনপির পরিক্ষিত ও নিবেদীত প্রাণ নেতা। দলের দুঃসময়ে সাধারণ কর্মীদের আগলে রেখে রাজপথ দখলে রেখেছিলেন। নীতি ও আদর্শ থেকে একচুল নড়েনি বরং রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথ কাপিয়ে রেখেছিলেন তিনি। তাই আজও নেতাকর্মীদের মনের কোণে রয়েছেন বিএনপির এই প্রয়াত নেতা।
Related News
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুর সদরে বিশেষ দোয়া
ফরহাদ মোল্লা,গাজীপুর থেকে:: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করেRead More
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনাRead More

