মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

ভালুকার সমাজসেবক, ধর্মানুরাগী মোহাম্মদ আসাদুজ্জামানের মৃত্যুবরণ করেছেন

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট সরমাজ সেবক ও ধর্মানুরাগী মোহাম্মদ আসাদুজ্জামান খান (এংরাজ খান) মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি শান্তিগঞ্জ বাজার নিবাসী মরহুম ইয়াকুব আলী সরকারের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ভালুকা ধিতপুর ইউনিয়ন শান্তিগঞ্জ বাজার মসজিদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি,সুধী সমাজ ও এলাকাবাসী। শুক্রবার(১১ জুলাই) ভোর ৪ টা ৪০ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শান্তিগঞ্জ বাজার জামে মসজিদে দুপুর ২ টা ৪০ মিনিটে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মোহাম্মদ আসাদুজ্জামান খান (এংরাজ খান) কে দাফন করা হয়।