মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

মধুপুরে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি মেলা

প্রকাশিত হয়েছে-

নাজিবুল বাশার,টাঙ্গাইল সংবাদদাতা:: কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে মঙ্গলবারে ১০টায় মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মধুপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় মধুপুর উপজেলা প্রশাসন ও পার্শ্ববর্তী এলাকার কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত মেলায় ফিতা কেটে মেলা উদ্ভোধন করেন টাঙ্গাইলের খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ আয়োজিত কৃষি মেলায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ, মধুপুর উপজেলা মৎস অফিসার আতিয়ার রহমান, উপজেলা হিসাব রক্ষক অফিসার মনিরুজ্জামান মনির, প্রগতি আলোর প্রকাশক ও সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, এশিয়ান টেলিভিশনের মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান, মধুপুর নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ। নার্সারি উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ ও অন্যান্য সদস্যসহ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছয় শতাধিক বিভিন্ন জাতের চারা বিতরণ করেন। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উন্নত জাতের বীজ, পরিবেশবান্ধব সার, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং কীটনাশক প্রদর্শন করছে। এছাড়া, ফলন বৃদ্ধির কৌশল, মাটির স্বাস্থ্য রক্ষা এবং জলবায় পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে অভিজ্ঞ কৃষিবিদরা নানা পরামর্শ দিচ্ছেন। মেলার মূল আকর্ষণ হলো ব্যবহারিক প্রদর্শনী এবং কৃষকদের সরাসরি প্রশ্ন-উত্তর পর্ব, যা নতুন প্রজন্মের কৃষকদের জন্য খুবই ফলপ্রসূ হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আগামী দু’দিনও মেলা চলবে এবং এতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।