আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে অবস্থিত ছয়ানী রসুলপুর জামতলা নুরানী হাফিজিয়া মদিনাতুল উলূম মাদ্রাসা থেকে চিরকুট লিখে সিয়াম মোল্লা নামে এক ছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সিয়াম মোল্লা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামির্দি মাধবপুর গ্রামের নেছারুদ্দিন মোল্লার ছেলে। সিয়াম মোল্লার বয়স ১৫ বছর। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার(৮ জুলাই) দিবাগত রাতে। নিখোঁ হয়ে যাওয়ার আগে একটি চিরকুট লিখে রেখে যান মাদ্রাসা ছাত্র সিয়াম মোল্লা। চিরকুটে লেখা ছিল” আমি চলে যাচ্ছি এবং হাবিবের সাইকেল নিয়ে গিলাম। হাফেজ সাব হুজুর আসলে হাবিবকে চার হাজার টাকা দিয়ে দিতে বলবেন। কলমটি সালমানী কে দিবেন”।ছয়ানী রসুলপুর জামতলা নুরানী হাফিজিয়া মদিনাতুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল হক জানান,আমরা নিখোঁজ সিয়াম মোল্লার অভিভাবকসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েছি। কোথাও তার খোঁজ পাইনি আমরা এখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাব। কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন তারা।০১৭৪৭১৭৪৭১৭(ছাত্রের বাবা),০১৭৩৮৮৮৫২৭০(মাদ্রাসা মোহতামিম),০১৯১৫২৬২৪৮৫(মাদ্রাসা শিক্ষক)
মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
রসুলপুরে চিরকুট লিখে মাদ্রাসা থেকে নিখোঁজ এক ছাত্র
প্রকাশিত হয়েছে-