হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের জয়দেবপুর থানায় ছদ্মবেশে প্রবেশের সময় পুলিশের পোশাক পরিহিত এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে। আটককৃত ওই নারীর নাম তানিয়া (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। অভিযোগের আড়ালে তিনি পুলিশের পোশাক পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন। এক পর্যায়ে থানায় কর্তব্যরত একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় সন্দেহ জাগে ডিউটি অফিসারের।পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার শরীরে থাকা পুলিশের ইউনিফর্ম এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম দেখে নিশ্চিত হওয়া যায়, তিনি প্রকৃতপক্ষে পুলিশের কোনো সদস্য নন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যে জানা গেছে, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেই ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি বিবাহিত ও এক সন্তানের জননী।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে বা কোনো অপরাধে জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
কনস্টেবলকে স্যার ডেকে জয়দেবপুর থানায় আটক ভুয়া মহিলা পুলিশ!
প্রকাশিত হয়েছে-