হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: পরিবেশ, পানির স্তর ও জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলার কারনে ময়মনসিংহের ত্রিশালে সাত হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা বিনষ্ট করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষতিকর প্রভাব ফেলার কারনে সাত হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা বিনষ্ট করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাম্মাম জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা তাহমিনা ও শফিকুল ইসলাম প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান গাছের চারা বিনষ্টের কারন হিসেবে বলেন, গাছগুলো প্রচুর পরিমাণে পানি শোষণ করে মাটির আদ্রতা কমিয়ে দেয় ফলে পানির স্তর নিচে চলে যায়। অন্যান্য উদ্ভিদের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, এ গাছের পাতা ও শিকর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরনের কারনে অন্যান্য উদ্ভিদ জম্মায় না, জীববৈচিত্র কমে যায়। পাখি ও পোকামাকড়ের আবাসস্থল নষ্ট হয়, মাটির উর্বরতা ও স্তর দুর্বল হয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, পরিবেশ, পানির স্তর ও জীববৈচিত্রের উপর মারাতœক ক্ষতিকর প্রভাব ফেলার কারনে গাছের চারাগুলো বিনষ্ট করা হয়েছে। এর আগে গত ১৫ মে সরকার প্রজ্ঞাপন দিয়ে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি ও রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বন-১ অধিশাখার উপসচিব তুষার কুমার পাল বলেন, নানা গবেষণায় দেখা গেছে এসব গাছের পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
ত্রিশালে আকাশমনি ও ইউক্যালিপটাসের ৭ হাজার চারা বিনষ্ট করলেন ইউএনও
প্রকাশিত হয়েছে-