জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজীর অভিযোগে আটক হয়েছেন এনামুল শিকদার ও সুমন নামে দুইজন। আটক এনামুল শিকদার নিজেকে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার(১৭ জুন) সকালে ভবানীপুর এলাকার ফকিরা গ্রুপের সিএ নীটওয়্যারের সামনে থেকে এনামুল শিকদার ও সুমন নামে তার এক সহযোগী সহ আটক করেন জয়দেবপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) সঞ্জয় সাহা।আটকের বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন,দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজী হচ্ছে এমন তথ্য পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এনামুল ও সুমন নামে দুই জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছি। আইনগত প্রক্রিয়া চলছে। ফকিরা গ্রুপের সিএ নিটওয়্যারের ঝুট ব্যবসায়ী মাহমুদুল হাসান জানান, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লার নাম ব্যবহার করে দেশীয় লাঠিসোঁটা ও রামদা নিয়ে কারখানার সামনে আসেন তারা। তখন আমরা পুলিশে খবর দিলে পুলিশ দুই জনকে আটক করে নিয়ে যায়। এর আগেও সরকারি রাস্তা নির্মাণের ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় ইট সহ এনামুল শিকদারকে আটক করেছিলেন জয়দেবপুর থানা পুলিশ। পরে জয়দেবপুর থানায় তার নামে মামলাও হয়। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তার বড় ভাই ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ শিকদার ও এনামুল শিকদার মিলে পিটিয়েছেন ছাত্রদল নেতাকেও। সেই ঝুট ব্যবসা এখন করছেন আওয়ামীলীগ নেতা আমজাদের সাথে শেয়ারে। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর তারা দুই ভাই মিলে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্র পার্বতী রাণীর ৬ টি দোকান ঘর দখল করে নেন দেশীয় অস্ত্র নিয়ে। থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও সে বিচার পাচ্ছে না পার্বতী রাণী। এছাড়াও এনামুল শিকদার ও এমদাদ শিকদার মিলে ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের পার্টি অফিস দখল করে সেখানে টিকিট কাউন্টার খুলেছেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা বলছেন তাদের এসব দখলবাজী ও উগ্র আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। যার প্রভাব পড়তে পারে ভোটের মাঠেও।
মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
ভবানীপুরে সাবেক ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদাবাজির সময় দেশীয় অস্ত্রসহ আটক এনামুল শিকদার ও সুমন
প্রকাশিত হয়েছে-