মঙ্গলবার , ২রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

মেম্বার নির্বাচিত হলে আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি শামিম সরকারের

প্রকাশিত হয়েছে-

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ এর ৯নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. শামিম সরকার। এলাকায় একজন সৎ যোগ্য ও ভালো মানুষ হিসেবে পরিচিতি তার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন যাবত এলাকার উন্নয়ন ও সামাজিক কাজে নিয়োজিত থাকায় সাধারণ মানুষও ব্যাপক ভাবে ভালোবাসেন তাকে। নিজ ওয়ার্ডের উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ এর ৯নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. শামিম সরকার। তিনি বলেন, আমার এলাকার জনগণ আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমি শত প্রতিকূলতার পরও মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি। সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অনেকের উপকার করেছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। তারা মানসিকতাকে দেখেছে আমাকে ভালোবাসে। আমি নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়তে সবাইকে নিয়ে কাজ করব।ওয়ার্ডবাসীসহ ভোটারদের দোয়া ও ভোটেই জয়ী হবেন বলে বিশ্বাস তার। সকাল থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লার অলিগলি, মেঠোপথ, হাটবাজারে গণসংযোগে দেখা যাচ্ছে তাকে। গ্রামের সবার সঙ্গে ভালো সখ্য থাকায় শামিম সরকারকে নিয়ে তার সমর্থকরাও আশাবাদী।