হাজারো নেতাকর্মীর সাথে বিশাল মিছিল নিয়ে সমাবেশে বিএনপি নেতা এডভোকেট আল ফাত্তাহ খান


আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ১২ জুন বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনর আগমনে তাঁকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল নিয়ে সভাস্থলে হাজির হন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আল ফাতাহ্ খান। হাজারো নেতাকর্মী নিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “খুব শীঘ্রই দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, বিচারের আওতায় আনা হবে ঘাতকদের এবং পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার করা হবে।” তিনি আরও জানান, আগামীকাল ১৩ জুন যুক্তরাষ্ট্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান উপদেষ্টার সঙ্গে যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে, সেখান থেকেই দেশের জনগণ আশাব্যঞ্জক বার্তা পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক মোছলেম উদ্দিন এবং পরিচালনা করেন পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা। অন্যান্যদের মধ্যে এসময় আরোও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ বি সিদ্দিকুর রহমান,পীরজাদা এস এম রুহুল আমিন, ডা. মোহাম্মদ আলী ছিদ্দিকী, শাহজাহান ফকির, আব্দুল মোতালেব, শেখ ইসহাক আলী, আশরাফ উদ্দিন, মজিবুর রহমান সুলতান, বিল্লাল বেপারী, এমদাদ মন্ডল এবং আতাউর রহমান আতা। এ সময় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু, গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, পাগল থানা কৃষক দলের আহবায়ক দ্বীন ইসলাম দিলী, গফরগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও যুবদলের আহবায়ক সরদার মোহাম্মদ খুররম, গফরগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ সহ আরো বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সডা. জাহিদ হোসেন বলেন, “নেতা হতে হলে জনগণের পাশে থাকতে হবে। আমাদের সামনে কঠিন সময় আসছে। তাই দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—এটাই তারেক রহমানের নির্দেশ।” তিনি তাঁর বক্তব্যে শৈশবের স্মৃতিচারণ করে জানান, তিনি এই বিদ্যালয়ের ৭৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আলোচনার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, তিনি কাওরাইদ ধামলই গ্রামে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় কারাগারে মৃত্যুবরণকারী বিএনপি নেতা আসাদুজ্জামান হীরা খানের কবর জিয়ারত করেন।
Related News

ত্রিশালে রাগামারা-সাখুয়া সড়কটি যেন মরণফাঁদ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ত্রিশাল উপজেলার চারটি ইউনিয়নের যাতায়াতের অন্যতম সড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে রাগামারা বাজারRead More

কনস্টেবলকে স্যার ডেকে জয়দেবপুর থানায় আটক ভুয়া মহিলা পুলিশ!
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের জয়দেবপুর থানায় ছদ্মবেশে প্রবেশের সময় পুলিশের পোশাক পরিহিত এক ভুয়া নারী পুলিশকে আটকRead More