শরিফুল ইসলাম,গাজীপুর:: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ জুন) বিকালে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে এবং জয়দেবপুর থানা পুলিশের সহযোগিতায় ভবানীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— স্থানীয় আলাউদ্দিনের ছেলে মনির হোসেন (৩৪), তার স্ত্রীর ফাতেমা (২৪), তার বোন হোসনা (৩৮) এবং ময়মনসিংহ জেলার কতোয়ালী থানার ভাটিগাংরা গ্রামের আরিফ হোসেন (২৬)। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মনির হোসেনসহ তার স্ত্রী, বোন ও সহযোগীকে আটক করা হয়। মনিরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।।স্থানীয়দের ভাষ্য মতে, মনির হোসেন দীর্ঘদিন ধরে ভবানীপুর এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার প্রভাব ও দাপটে এলাকাবাসী আতঙ্কে ছিলেন। স্থানীয়রা জানান, “মনির ও তার সহযোগীদের কারণে এলাকায় ছেলে-মেয়েদের নিয়ে আমরা সবসময় দুশ্চিন্তায় থাকতাম।।অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে আমরা কিছুটা স্বস্তি পেলাম। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে এমন অভিযান চলমান থাকবে।
বুধবার , ৩রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
ভবানীপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে-