ত্রিশালে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১জুন) দুপুরে উপজেলার জিরো পয়েন্টে অবস্থিত ত্রিশাল কনভেনশন সেন্টারে এ পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ শুরু হয়। বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক ড.নাসরিন আক্তার বানু, পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার সালাউদ্দিন কায়সার প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান জানান, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিকিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পার্টনার প্রকল্পের দল গঠন করে সমবায় বিভাগের নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Related News

কনস্টেবলকে স্যার ডেকে জয়দেবপুর থানায় আটক ভুয়া মহিলা পুলিশ!
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের জয়দেবপুর থানায় ছদ্মবেশে প্রবেশের সময় পুলিশের পোশাক পরিহিত এক ভুয়া নারী পুলিশকে আটকRead More

ত্রিশালে আকাশমনি ও ইউক্যালিপটাসের ৭ হাজার চারা বিনষ্ট করলেন ইউএনও
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: পরিবেশ, পানির স্তর ও জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলার কারনে ময়মনসিংহের ত্রিশালেRead More