আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নে অবস্থিত খোদাবক্সপুর কমিউনিটি ক্লিনিকের সেবাদান চলছে একটি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে। এতে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে সেবাদান ও দূর্ভোগ পোহাতে হচ্ছে স্বাস্থ্য সেবা নিতে আসা সাধারণ রোগীদের। ভবনটি ধসে পড়ার মারাত্মক আশঙ্কা দেখা দিয়েছে। ভবনের অধিকাংশ কক্ষের ছাদের ঢালাই ধসে পড়ে রড বের হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন কেন্দ্রটিতে কর্মরত সিএইচসিপি ও অন্যান্যরা।ভবনের অধিকাংশ কক্ষের ছাদের ঢালাই ধসে পড়ে রড বের হয়ে গেছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনের প্লাস্টারও খসে খসে পড়ছে। কেন্দ্রের ওটি রুমটিও জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। সেবা নিতে আসা রোগীর একাধিক স্বজন বলেন, এখানে সেবার মান ভালো। কিন্তু এখানে দালান ফেটে গেছে, রড বেরোই গেছে, ভয় করে। আমরা সেবা নিতে আসলে বেশিরভাগ সময় আতঙ্কের ভিতর ছিলাম। খোদাবক্সপুর কমিউনিটি ক্লিনিকের মানুষের দূর্ভোগ লাঘবে নিয়মিত পরিদর্শন করে স্থানীয়দের সহযোগিতা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এদের মধ্যে রয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন সরকার, ইউনিয়ন তাঁতীদল নেতা শামসুল আলম , ইউনিয়ন মৎস্যজীবী দল নেতা মজিবুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা বেলাল উদ্দিন,শ্রমিক দল নেতা আকরাম হোসেন,খোদাবক্সপুর বাজার ব্যবসায়ী আলম মিয়া। তারা জানান,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগ্মআহবায়ক ময়মনসিংহ ১০ গফরগাঁও ও পাগলা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা আখতারুজ্জামান বাচ্চু নির্দেশায় আমরা নিয়মিত খোদাবক্সপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে আসছি। খোদাবাক্সপুর বাজারের সভাপতি ও ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন বুলবুল বলেন, এলাকার মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল খোদাবক্সপুর কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খোদাবক্সপুর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিএইচসিপি মাসুতারা আক্তার বলেন“খোদাবক্সপুর কমিউনিটি ক্লিনিক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ম আমি জয়েন করি ২০১১ সালে। এর আগে এখানে গরু ছাগল পালন করতো এবং খুব নোংরা ছিল। গর্ভবতী নারী,শিশুসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু সকলেই খুব আতঙ্কের মধ্যে থাকি। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা স্বাস্থ্যসেবা প্রদান করছি। আমাদের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা ঝুঁকি নিয়েই সেবা দিয়ে যাচ্ছি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষকে জানিয়েছি উনারা বলেছেন ব্যবস্থা নিবে”।
বুধবার , ৩রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
জরাজীর্ণ ভবনে চলছে খোদাবক্সপুর কমিউনিটি ক্লিনিক
প্রকাশিত হয়েছে-