জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির নির্বাচিত ৫০০ জন উপকার ভোগীদের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২০ মে ) বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর শাখার আওতায় উপকারভোগীদের মধ্যে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান। তারা উভয়ই উক্ত অনুষ্ঠানে সমিতি অফিসের উপকারভোগীদের মাঝে পারিবারিক পুষ্টির চাহিদ্য ও শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জোনের জোনাল ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস, কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মো. মোশারেফ হোসেন, সাব-জোনাল ম্যানেজার বাদল চন্দ্র সিংহ, শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (আর.ডি.পি) রাকিব হাসান সুমন, কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. রাসেল মিয়া সহ অত্র শাখার অন্যান্য কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের বক্তব্যে পুষ্টি চাহিদা পূরণে বসত ভিটায় সবজি চাষের গুরুত্ব উপকার ভোগীদের মধ্যে তুলে ধরেন।
বুধবার , ৩রা ডিসেম্বর, ২০২৫ ইং || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১২ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
বিজ কৃষি কর্মসূচির মাধ্যমে ৫০০ জন উপকারভোগীর মধ্যে সবজি বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে-