শিরোনাম
তথ্য চাওয়ায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম বিএমএসএফেরত্রিশালের কাশিগঞ্জ বাজারে থানা পুলিশের ওপেন হাউজ ডেভালুকায় সড়ক রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রাগাজীপুর সদরের নয়াপাড়ায় ১৮ রাউন্ড গুলি সহ গ্রেফতার ৩বাংলা সংস্কৃতির বিকাশে সমাজে কমবে অনাচারদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাংবাদিক হানিফ আকন্দত্রিশালে কোলাহল মুক্ত নিজস্ব ভবনে চলছে নূরানী মুআ’ল্লিম ও মুআ’ল্লিমাহ প্রশিক্ষণ কেন্দ্রত্রিশালে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিন অনুপস্থিত ৯২নিখোঁজ সংবাদত্রিশালে ভারতীয় মদসহ আটক ৩:৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধারভবানীপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে গাজায় ইসরায়েলি হামলা ও মুসলমানদেরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভফিলিস্তিনে ইজরাইলি হামলার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ ও প্রতিবাদকদম রসুলপুরে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিতকুলাউড়াবাসী সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরীদেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা হাজ্বী ইসমাইলদেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নুরুল আমিন মাস্টারঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু সাঈম মোল্লাদেশবাসীকে বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভীর ঈদ শুভেচ্ছাদেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আক্তারুল আলম মাস্টার
.
Main Menu

শ্রীপুরে কলাবাগানে অজ্ঞাত পরিচয়ের লাশের রহস্য উদ্ঘাটন করলো পুলিশ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, ছিনতাইয়ে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার করা হয় রেজাউল ইসলাম।শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) শামীম ও পরিদর্শক (অপারেশন) নয়ন কর উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার সদর থানার টেংগা গ্রামের আলী ওসমানের ছেলে জুলহাস (৩৪), শ্রীপুরের উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫২) ও শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বকুলতলা এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদত হোসেন শান্ত (২৫)।গতকালই তাদের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়। নিহত রেজাউল করিম (৪০) নেত্রকোনা জেলার সদর থানার দুর্গাশ্রম গ্রামের ইসহাক মুন্সীর ছেলে। তিনি শ্রীপুরের গিলারচালা গ্রামের নতুন বাজার এলাকায় রুহুল আমিন তালুকদারের বাড়িতে স্ত্রী হালিমা আক্তার ও ১২ বছর বয়সী মেয়ে সুমাইয়া আক্তারকে নিয়ে ভাড়া থেকে বাঘেরবাজার এলাকায় এইচপি গার্মেন্টসে অপারেটর পদে চাকরি করতেন।   নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রেজাউল ইসলাম। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজে সন্ধান না পেলে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নেন স্বজনরা। গত ৯ মার্চ বিকেলে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী ঢালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি গলে পচে যাওয়ায় পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। শ্রীপুর থানা পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। নিহতের ভাগিনা রিমন মরদেহের গায়ে থাকা শার্ট দেখে উদ্ধার হওয়া লাশটি তার মামা রেজাউল ইসলামের বলে শনাক্ত করেন। এরপরই শ্রীপুর থানার পুলিশের একাধিক টিম হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জুলহাসকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় চারজন অংশ নেয় বলে জানান এবং বাকিদের নাম-পরিচয় প্রকাশ করেন। পরে জুলহাসের দেওয়া তথ্যমতে নুরুল ইসলাম ও শান্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরো একজন জড়িত আছে। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে তিনি জানান।   উপপরিদর্শক সুজন কুমার পন্ডিত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ২৭ মার্চ রাতে বাড়ি থেকে বের হওয়ার পর গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় যান রেজাউল ইসলাম। সেখান থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস্টারবাড়ী ঢালে মহাসড়কের পাশে নির্জন জায়গায় শান্ত, নুরুল, জুলহাসসহ অজ্ঞাত একজন তার গতিরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রেজাউল বাধা দিলে তাকে পাশে নিয়ে গলায় গামছা পেচিয়ে হত্যার করে মরদেহ ফেলে চলে যায়। এর ১০ দিন পর স্থানীয়রা গলিত মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *