নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সিন্ডিকেট এবং দুর্নীতি-বিচারপতি মো. জয়নুল আবেদীন


নিজস্ব প্রতিবেদক:: নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সিন্ডিকেট এবং দুর্নীতি। সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা এসব দুর্নীতি যত দ্রুত সম্ভব সমাজ থেকে দূর করতে পারলেই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত কাঙ্খিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জয়নুল আবেদীন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ আয়োজিত ‘নতুন বাংলাদেশে নতুন বছরের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা ও গোল্ডেন উইনার অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষাব্যবস্থা ও দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দ্রুত দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় ও অধ্যাপক মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান। এতে প্রধান আলোচক ছিলেন এডভোকেট মো. জহুরুল হক জহির। আরো উপস্থিত ছিলেন সৈয়দা তৌফিকা শাহেদসহ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন ও সংগঠনের সদস্যরা।
Related News

অপারেশন ডেভিল হান্টে কাশিমপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১
জাহাঙ্গীর আলম,কাশিমপুর প্রতিনিধি:: গাজীপুরসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কাশিমপুর থানা পুলিশের অভিযানে Read More

টিম রেডি,রাতে মানুষদের ঘুমাতে দেব না- সাবেক মেয়র জাহাঙ্গীর
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কণ্ঠসদৃশ একটি ফোন কল রেকর্ডিং সামাজিকRead More