নিজ ঘর থেকে তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদন::গাজীপুরের শ্রীপুরে নিজ ঘরে থেকে মোছাঃ সালমা আক্তার (২৮) নামে এক তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ৬ জুন রাতে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুরে এ ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার রাজেন্দ্রপুর (নোয়াগাঁও) গ্রামের সেকান্দর আলীর মেয়ে। নিহতের বড় বোন লুৎফুন নেছা বলেন, ‘আমার মা-বাবা কেউ নেই। ছোট বোন সালমা আক্তার একাই বাবার বাড়িতে থাকে। কয়েক দিন ধরে ছোট বোনের মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলাম।’ তিনি আরও বলেন, ‘এরপর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাই। গিয়ে দেখি ভেতর থেকে ঘরের দরজা আটকানো। বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’ কীভাবে এবং কী কারণে এমনটা ঘটেছে, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন নিহতের বড় বোন লুৎফুন নেছা। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিন দিন আগে মৃত্যুটি হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
Related News
বিএনপির প্রার্থী ঘোষণা: নাটোরে দলীয় রাজনীতিতে বিভক্তি
টিপু সুলতান, ঢাকা::পুরো জেলা বিএনপির রাজনীতি এখন তীব্র অভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত। দলের দীর্ঘদিনের ত্যাগী ওRead More
গাজীপুর সদরে দুুই শতাধিক আদিবাসী ক্ষুদ্র নৃ গোষ্ঠি যোগ দিলেন বিএনপিতে
হারুন-অর-রশিদ-গাজীপুর:: গাজীপুরে সদর উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক নারী ও পুরুষ।Read More

