কবিতা


কবি-মোঃ আজিজুর রহমান রাজু
শুভ সকাল বাংলাদেশ
“দেখেছি আজ সকালে ”
অনেক দিন পরে,
দেখলাম দু নয়ন ভরে।
আমার হাতের লাগানো,
আজোয়া খেজুর গাছে!
গাছের গোড়ায় দুই পাশে,
দুই টি কান্দি ছেঁড়েছে।
যাহা দেখে মনটা আমার ভরে গিয়েছে।
ইতিপূর্বে একাধিকবার কত চেষ্টা করেছি,
গাছ হয়েছে ফল ধরেছে তবুও ব্যর্থ হয়েছি।
গাছ লাগায়ে দেখেছি যত,
হয়েছে দেশি খেজুর।
তারপরেও হাল ছাড়িনি,
দেখি কতদূর।
এবার বুঝি আল্লায় মুখ ফিরে দেখেছে,
তাই তো আমার লাগানো গাছে কান্দি ছেঁড়েছে।
আল্লাহর অশেষ রহমত করেছেন দান,
আলহামদুলিল্লাহ বলি জুড়িয়ে যাবে প্রাণ।
সবার কাছে দোয়া চাই করি মোনাজাত,
আল্লাহ যেন দয়া করেন করিয়া নাজাত।
ফলে ফুলে ভরিয়ে থাক প্রিয় জন্মভূমি,
এ ভূবনে বাস করি তুমি আর আমি।
সময় হয়েছে,
একটি গাছ লাগাও জলদি করে তুমি।
ফলে ফুলে ভরে থাক,
মোদের মাতৃভূমি।
যে গাছটি দেবে তোমাকে,
ফল ও ফুল ছায়া।
ঐ গাছটি দেবে তোমাকে,
মায়ের স্নেহ মায়া ।
নিজের জন্য হলেও,
একটি গাছ কর রোপণ।
যে গাছটি বাঁচাতে পারে,
তোমার আমার জীবন।
Related News

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জনতার নিঃশ্বাস::গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাপ্তাহিক জনতার নিঃশ্বাস, দৈনিক মুক্ত কাগজ সহ একাধিক পত্রিকায়Read More