শনিবার , ২০শে ডিসেম্বর, ২০২৫ ইং || ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৯শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

মফস্বল পর্যায়ে সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিশ্চিত করতে হবে- সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: মফস্বল পর্যায়ে সকল সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড অনুসারে বেতন ভাতা ও সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক।
শুক্রবার(৩রা মে) আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে গাজীপুর সদর প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক বলেন,সাংবাদিকতা পেশার বাইরে প্রতিটা সাংবাদিক একজন মানুষ, একটি পরিবারের কর্তা। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে সরকারকে সাংবাদিকদের কথাও ভাবতে হবে। শুধুমাত্র শহর এলাকায় কিছু কিছু ক্ষেত্রে ওয়েজ বোর্ড বাস্তবায়ন কিছু লক্ষ্য করা গেলেও মফস্বলে এই কোটা শূণ্য। তাই সাংবাদিকদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করতে গেলে সাংবাদিকদের মফস্বল পর্যায়ে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে।
অন্যদিকে সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি কারী আইন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন,সাংবাদিকরা জাতির দর্পণ, তাই আইনের মধ্যদিয়ে যদি হাত পা বেধে দেয়া হয় তবে জাতি অন্ধকারে থাকবে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধা গ্রস্থ হবে। তাই গণমাধ্যম বিরোধী সকল আইন বাতিল করে সাংবাদিকদের সুষ্ঠু কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি সারাবিশ্বে সন্ত্রাসী নির্যাতনে নিহত সাংবাদিকদের রূহের মাগফেরাত ও আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করেছেন।এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,দৈনিক মুক্ত কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান,সহ-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মনির শেখ,মহিলা বিষয়ক সম্পাদক এলিজা পারভীন লিজা,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার রওজা,সাংবাদিক সেলিম রেজা,ঢাকার টাইম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নাঈম,সাংবাদিক  হুসাইন মামুন প্রমূখ।
প্রসঙ্গত: ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় (৩ মে) তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে পালন করা হয় দিনটি।