শুক্রবার , ১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং || ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৮শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

গাজীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-

রীনা আক্তার, গাজীপুর:: গাজীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( পহেলা মে) বাসন মেট্টো থানা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে চান্দনা চৌরাস্তায় অবস্থিত হক মার্কেটে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বাসন মেট্টো থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বাসন মেট্টো থানা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান খন্দকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সদস্য মোঃ আব্দুল রাজ্জাক,বাসন থানা আওয়ামী  মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,বাসন থানা  জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির মিয়া, বাসন থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোঃ ওসমান গনি সহ বিভিন্ন রাজনৈতিক,পেশাজীবী ও শ্রমিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বাসন মেট্টো থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুস সোবহান বলেন, শ্রমিকরা নিজের জীবনকে তোয়াক্কা না করে দেশের কল্যাণে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় শ্রমিকদেরকে যথাযথভাবে সম্মান দেওয়া হয় না। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ঘামে দেশ বাঁচে, শ্রমিকদের ঘামে দেশের অর্থনৈতিক টিকে থাকে। শ্রমিকেরা দেশের জন্য সম্পদ বলে মন্তব্য করেন তিনি ।