রীনা আক্তার,গাজীপুর:: গাজীপুরের অন্যতম ব্যবসায়ী সংগঠন গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে যাকাতের বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় অবস্থিত হক মার্কেটে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের কার্যালয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
গাজীপুর কাঁচামাল আড়ৎদার গ্রুপের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ বাসন থানার সভাপতি মোঃ আব্দুস সোবাহানের সভাপতিত্বে এবং গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আজমতউল্লা খাঁন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন বাসন থানা আওয়ামীলীগ মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সুলতান মন্ডল। এছাড়াও গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে দরিদ্র মানুষদের হাতে বস্ত্র তুলে দেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আজমতউল্লা খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।