বৃহস্পতিবার , ১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং || ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

ত্রিশালে নামা বড়গাঁও প্রগতি সংঘের উদ্যোগে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে নামা বড়গাঁও প্রগতি সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) ২৪ রমজান ঐতিহ্যবাহী বড়গাঁও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন পাতাল মার্কেটের সামনে এই আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) পাতাল মার্কেট এলাকায় এই আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন, ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান (খোকন) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১২ নং আমিরাবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আবুল কালাম মাস্টার, প্রগতির সংঘের সভাপতি মামুন সিরাজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, আওয়ামী লীগের সংগ্রামী তৃণমূলের নাম বড়গাঁও এলাকার জনসাধারণ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন যগ্ন আহ্বায়ক ও জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক হানিফ আকন্দ, প্রবাসী লিটন সরকার ছাড়াও ইফতার মাহফিলে প্রগতির সংঘের সকল স্তরে সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও মাদ্রাসার ছাত্র সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।উপস্থিত থেকে অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক ও সহযোগী সংগঠন।এসময় দেশ,জাতি ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।