বুধবার , ১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং || ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

ত্রিশালে ঐতিহ্যবাহী শুকতারা সংঘের কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে ঐতিহ্যবাহী শুকতারা সংঘের কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩রা এপ্রিল) ত্রিশালের প্রাণকেন্দ্র নজরুল একাডেমি মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শুকতারা সংঘের সকল সদস্য ছাড়াও ত্রিশালের সামাজিক,রাজনৈতিক,সংস্কৃতি, ক্রীড়াঙ্গন ও গণমাধ্যম কর্মী সহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র আমিন সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সাধারণ সম্পাদক রমজান আলী রবিন এর পরিচালনা আরো উপস্থিত ছিলেন শুকতারা সংঘের সাবেক সভাপতি আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, শুকতারা সংঘের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ পিনাকী, ইমরুল কায়েস, আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক মোকছেদু আমীন, শুকতারা সংঘের কার্যকরী কমিটির সম্পাদক মন্ডলী সদস্য বৃন্দ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।পরে ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ববাসীর মঙ্গল,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুরে অবস্থিত শুকতারা সংঘ প্রতিষ্ঠার পর থেকেই আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করে রেখেছেন।এর সকল সদস্যরা মানবিক গুণ সম্পন্ন মানুষ। দেশের যেকোনো দূর্যোগে দুঃসময়ে এই সংগঠনের সদস্যরা মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেন। এই কারণে ক্রমেই ব্যাপক জনপ্রিয় হচ্ছে সংগঠনটি।