কবিতা


তোমার রুপ
নাজিম হোসেন ভবানী (রাতুল)
বাহ.!
কি অসাধারণ ওগো তুমি,
তোমার-এই অসাধারণ রুপের মোহে মুগ্ধ হয়েছি আমি,
চেয়েছি তোমার রুপের তারিফ করতে,
এসেছি তোমায় দারুণ করে ধরতে.।
আমার জন্ম হয়েছে পৃথিবী দেখতে,
হায়.! আমি দেখেছি তোমায়,
জন্মের আগে মিশরে পিরামিড নির্মাণ হয়েছে,
আগড়ায় তাজমহল ,
হিমছড়িতে পাহাড় চুড়ায় সাগর,
এলডোরাডো এর মত দারুন সোনার শহর,
হয়েছে আগে,
আমার মৃত্যুর- জন্মেরও আগে,
সব ফেলে রেখে তোমায় দেখেছি,
তুমি সুন্দরী-ভিষণ সুন্দরী মেনে নিয়েছি.।
সেই সাগরের বুক ফুঁড়ে নিদারুণ গতির স্টিমার,
তার-ই পাশে কাঠ-বাঁশে তৈরি ছোট্ট নৌকা আমার,
স্টিমারের ডগায় মাংসের তৈরি কোমল গদিতে তুমি,
রোদ-মেঘ খাওয়া দেহে বৈঠা হাতে আমি,
তোমার রুপের আলপনায় মানচিত্র মননে স্টিমার চালায় চালক,
স্টিমারের পেছনে বা-হাতে জীবন নিয়ে প্রগলভে ধেয়ে চলা আমি.! হুম আমি-ই সেই বালক,
হঠাৎ ধেয়ে স্টিমার হারিয়ে যায় তেল মেশিনের বলে,
আমার রক্তে চালিত নৌকা তখন গভীর সাগর-অতলে,
সাগর অতলে চোখ খুলে দেখি সেই তাজমহল,
তার সামনেই ডুবে যাওয়া সেই দারুণ সিংহাসন,
তোমার আশায় পঞ্চ-বৎশ কাটিয়েছি সিংহাসনে বসে,
ক্ষুদায় কতযে লাল মাছ খেয়েছি স্টিল কাগজে কোষে,
তুমি-যে এলেনা,
আমায়-ও নিলেনা,
পড়ে রইলাম অতলে,
দেখিনি ভেবে আসবে কি করে মহী মোহ ভুলে,
আমি যম-শম,
যা পাই-তা খাই নেষার ঘোরে এলে,
বোহেমিয়ানের সাথে মৃত্যু হলে,
নিয়ে আসতাম তোমায় ওগো গভীর-সাগর অতলে.।
পিরামিডের চুড়ায় বসে মমিদের সাথে কত গল্প করেছি,
তোমার রুপের এই দারুণ গল্প আমি তাদের শুনিয়েছি,
গল্প শুনে,
তারা তোমার দারুণ এক নাম দিয়েছিলো লতা,
হয়তো তাদের ডেরায় গেলে বুঝে যেতে তুমি তা,
পিরামিডের চুড়া ভেঙে আমি পরার আগেই এক তিন ডানা ওয়ালা চিল আমায় ছো মেরে কেড়ে নিয়েছে,
তোমার মত ভুল করে সেও আমায় তুচ্ছ ভেবেছে.।
মাহি,
আমার-মাহি নামের এক মানুষ ছিলো-মানুষ নামে তুমি,
তোমার খোঁজে বনের কোনে এলডোরাডোয় আমি,
তোমায় না পেয়ে সোনার শহর এলডোরাডো ছেড়েছি,
তেলের ভুলে রক্তের গাড়িতে শৈশব ফেলে এসেছি,
শৈশব করে শেষ,
কত কষ্ট-কত ক্লেশ,
ফেলে আসা দিনগুলো ছিলো এমন-যেন সোনা দিয়ে গড়া দেশ,
আকাশে উঠে সুর্য হতে দেখি তোমার রুপ-ও শেষ.।
Related News

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জনতার নিঃশ্বাস::গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাপ্তাহিক জনতার নিঃশ্বাস, দৈনিক মুক্ত কাগজ সহ একাধিক পত্রিকায়Read More